ইস্তেহার



এলো মেলো লেখা । 

আঁকি বুঁকি আর কাটা কুটি। 

নীল খাম । 

মেঘের ভেলা। 

তোমার নামে উড়ো চিঠি। 

গভীর সমুদ্র। 

নীলচে ঝিনুক। 

আমার অভিমানী রুক্ষ ঠোঁট । 

তোমার সিক্ত চিবুক। 

তোমার হারিয়ে যাওয়া গানের খাতা। 

বৃষ্টি তে উড়ে যাওয়া জীবনের কিছু পাতা।

আমার অশান্ত হৃদয়। 

তোমার ছুঁয়ে থাকা । 

মিলিয়ে যাওয়া সময়। 

সাদা কালো স্মৃতির ভিড়।

নিতান্তই নির্দয়।

দিনের শেষে রঙিন পাখির ঘরে ফেরা।

তোমার চোখের তারায় আমার ঝরে পড়া। 


For more upcoming amazing content please follow us :-





Comments

Post a Comment

Popular posts from this blog

Anisha - The Long Lasting Flame

The Redemption

The Dead Phoenix