সবুজ ভালোবাসা
চারিদিকে কত আলো তবু সঙ্গী আমার নিজের অন্ধকার ছায়া।
ঘৃণা এসে মিশেছে ভালোবাসায়, জট পাকানো শুকনো মায়া।
ফিরে যেতে চাই সেই শৈশবে যেখানে অনুভূতিরা ছিল নিষ্পাপ।
বড় হওয়ার অসীম কৌতুহল, কিন্তু জানতাম না ওটা অভিশাপ।
একাকিত্বের নীল সায়রে আজ আমার অকাল ডুবস্নান।
কবিতারা আজ সরশয্যায়, তোমার প্রখর অগ্নিবান।
মৃত সম্পর্কের আলো, আজও ডাকে, অতলান্তের হাতছানি।
অনুভূতিরা আজ দেশান্তরী। ঘর পোড়া মন, তাই সাবধানী।
জীবন ছড়িয়েছে মায়াজাল। ক্রমাগত অন্তর্দ্বন্দ, হারিয়েছি ভাষা।
মৃতের শহরে আমি আজ ও খুঁজে ফিরি সবুজ ভালোবাসা।
Nice
ReplyDelete