নকশিকাঁথা







 নিজের ছায়ার মাঝে অদ্ভুত গাঢ় অবুঝ ছায়া। সবুজ মায়া।

দম বন্ধ করা শীতের রাতে হটাৎ ওঠা যেন দমকা হাওয়া।

ক্লান্ত অনুভূতির অনুরননে যেন তোমার ফিরে যাওয়া। 

হারিয়ে যাওয়া সময়। অনুতপ্ত আমি। কিছুটা ফিরে পাওয়া।

আকাশে ছড়ানো কিছু খুচরো তারা। আদরের মায়া লাগা নকশিকাঁথা।

ক্লান্ত দুপুর। স্বপ্ন ছড়ানো তোমার নূপুর। জোনাকির নীলচে  মালা গাঁথা।

নিঃসঙ্গতার শীতলতায় তোমার ঠোঁটের উষ্ণতা। রেল লাইনের কাটাকুটি খেলা।

কুয়াশা ঢাকা সাদা কালো শহরে, রঙ্গীন প্রজাপতি, তোমার কথামালা।

এলোমেলো কথার ভিড়। স্বপ্নেরা বাঁধন ছাড়া । 

সিঁদুরে মেঘ মন, দেয় না সম্পর্কের খাঁচায় ধরা।


For more upcoming amazing content please follow us :-





Comments

Popular posts from this blog

Anisha - The Long Lasting Flame

The Redemption

The Dead Phoenix