কোলাজ
শব্দের অপেক্ষায় আমার রিক্ত সাদা খাতা ।
মেঘের ডাকঘরে, তোমার উড়োচিঠি। নৈমিত্তিক দৈন্যতা।
সমুদ্রমুখী ঘর ফেরা রোদ, এক শালিকের উদাসীনতা।
মনের অলিগলিতে সাদা বেড়ালের কালো পায়ের ছাপ।
শব্দের অন্তরালে, ঠোঁটের ওপর ঠোঁট, আপাত নিষ্পাপ।
এ এক কঠিন সময়, হৃদয় নিতান্তই বিক্রয় যোগ্য পণ্য।
মাপকাঠি মাপা ভালোবাসা, অনুভূতিরা ভীষণই নগন্য
ভাঙা আয়নায় ঝুঁকে, ঝুঁকিপূর্ণ জীবনযাপন।
তীক্ষ্ণ কাঁচের ধার ধরে হাঁটা আমার অভিমানী মন।
অবাধ্য সে, বলি বেসো না ভালো তবু শোনে না বারণ।
তাই মন খারাপের মেঘলা বাষ্প অকারণ, যখন তখন।
অংক মেলানো এই জীবনে কিছুই মেলানো হলো না।
মৃত প্রেম আজও খুঁজে ফেরে নীল সমুদ্রের মোহনা।
স্বপ্নের চোরা পকেটে তোমার নাম, ছাপা নিষিদ্ধ ইস্তেহারে।
হৃদয় ছুঁয়ে থাকা স্বপ্নের কস্তুরী,ক্ষয়িষ্ণু নিয়মিত ব্যবহারে।
ক্রমাগত বদলাতে থাকা আমার শহরের রাত, তবু সে একা।
এক চিলতে রোদ আর তার ভালোবাসা, অন্য রূপকথা।
Nice
ReplyDelete