বেহিসাবি

 




জীবনটা কিরকম বেহিসেবি খরচা হয়ে গেল। 

বেঁচে থেকেও বাঁচা হয়ে উঠলো না। 

হারিয়ে যাওয়া গানের লাইন আজ ও খুঁজে পেলাম না। 

তোমার খোলা পিঠের ট্যাটু কে অনুভব করা হলো না।

বেঁচে থেকে ও বাঁচা হলো না। 

কিছু কিছু শূন্যস্থান কিছুতে ই পুরন করা গেল না।

কত চিঠি লেখা থেকে গেলো পাঠানো হলো না।

বেঁচে থেকে ও বাঁচা হলো না।

কোপাই নদীর বালির উপর তোমার নাম লেখা হলো না।

সংসার এর এই রোজনামচায় হটাৎ করে কাছে টেনে ,

তোমায় ভীষন ভালোবাসি বলা হলো না।

বেঁচে থেকে ও বাঁচা হলো না।

নিজেকে একটু শুধরে নেওয়ার সময় দেওয়া হলো না।

ডাকনামটা অকালে হারিয়ে গেলো আর ফিরে পাওয়া হলো না। 

বেঁচে থেকে ও বাঁচা হলো না।

না চাইতে ও জীবনটা কিরকম বেহিসেবি খরচা হয়ে গেলো। 

হিসাবের খাতার সব পাতা আজ তাই শুধুই এলোমেলো। 




For more upcoming amazing content please follow us :-




Comments

Post a Comment

Popular posts from this blog

Anisha - The Long Lasting Flame

The Redemption

The Dead Phoenix