Posts

Showing posts from January, 2021

শব্দ

Image
  অ নেক দিন পর বন্ধুরা এক হলে যা হয় । গল্পে গল্পে কখন যে রাত হয়ে গেল অবিনাশ সেটা খেয়ালই করেনি । যখন ঘড়ির দিকে নজর পড়লো তখন প্রায় বারোটা বাজতে চলেছে । অবিনাশ খাবারের প্লেটটা নামিয়ে রেখে বিজন এর সামনে এসে দাড়ালো । “ আমি এবার বেরোই বুঝলি । না হলে বড্ড দেরি হয়ে যাবে বাড়ি পৌঁছাতে ”। “ আরে , এত তাড়াহুড়ো করার কি আছে । এখন তো ট্যাক্সি হাতের মুঠোয় থাকে । রাত বা দিন আমারা স্বাধীন । আর একটু থেকে যা । কত দিন বাদে আমরা এক সাথে হলাম বলতো ”। বিজনের স্ত্রী রান্নাঘর থেকে জানান দিলো , “ আহা বুঝছো না , বেরোনোর সময় রমলা বৌদি সময় বেঁধে দিয়েছেন যে । থাকবেন কি করে ”। সবার সাথে অবিনাশ ও জোরে হেসে উঠলো । “ আপনি পারেন ও বৌদি । কিন্তু সত্যিই এবার আমায় যে উঠতে হবে ”। সবার কাছ থেকে বিদায় চেয়ে বেরোতে বেরোতে তাও সাড়ে বারোটা বেজে গেল অবিনাশ এর । রাস্তা ঘাট একেবারে সুনসান । ডিসেম্বর মাসের কলকাতা শহর যে এত ফাঁকা হবে সেটা অবিনাশ ভাবেনি । তিনটে ওলা ট্যাক্সি নিজে...